রুবেল হোসেন মমিনের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন
আপডেট সময় :
২০২৬-০১-২১ ১৫:৪৯:৪৭
রুবেল হোসেন মমিনের উদ্যোগে আলিয়া মাদ্রাসায় বেগম জিয়ার স্মরণে শোক বই উন্মোচন
মোঃআরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এক শোক বই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২:৩০ মিনিটে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই শোক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসাটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন মমিন-এর বিশেষ উদ্যোগে এই শোক বই উন্মোচন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকবার্তা ও অনুভূতি লিপিবদ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড মাওলানা প্রফেসর মো. মনজুরুর রহমান, আল্লামা কাশগরী (রহ.) হলের প্রভোস্ট ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাসুম বিল্লাহ, মুফতি আমিমুল ইহসান হলের প্রভোস্ট মো. জমির উদ্দিন এবং সহযোগী অধ্যাপক সিরাজ উদ্দিন। এছাড়াও আলিয়া মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ঢাকা আলিয়া ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
আয়োজক মোঃ রুবেল হোসেন মমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন কোটি মানুষের আশার আলো। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু তাঁর আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার ত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আলিয়া মাদ্রাসাসহ দেশের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর অবদানের কথা শিক্ষকগণ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব এবং আদর্শ আগামী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে। পরিশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স