আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
স্থানীয় পর্যায়ে কৃষিনীতি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা উন্নয়ন প্রক্রিয়ায় FSFSSO প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সরকারের কাছে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সহ-বাস্তবায়নে ছিল উলাসী সৃজনী সংঘ (ইউএসএস)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে যশোরের মণিরামপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে এবং সম্পাদক বন্যা দাশের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উলাসী সৃজনী সংঘের স্ববল প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর ব্রজেন্দ্রনাথ।
এ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এবং সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কৃষিনীতি বাস্তবায়নে প্রান্তিক কৃষক, নারী ও নাগরিক সমাজের প্রতিনিধিত্ব অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে FSFSSO-এর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হলে নীতিমালা বাস্তবায়ন আরও অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ হবে বলে তারা মত প্রকাশ করেন।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ে সরকারের কাছে দাবিসমূহ যথাযথভাবে উপস্থাপনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।