বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন টেক্সেরহাট এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে বদরগঞ্জ পার্বতীপুর সড়কে টেক্সেরহাট অদূরে চুতরির মোড় এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। স্হানীয় লোকজন ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্লাস্টিকের সাদা বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে স্হানীয় চৌকিদার মাধ্যমে লাশটি রাস্তা থেকে জমিতে নামিয়ে রাখে। নিহতের ঐ নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি ও পিবিআই টিম লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে কোন এক সময়ে অন্য কোথাও হত্যার পর ওই নারীর লাশ বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।