ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ , ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন


আপডেট সময় : ২০২৬-০১-১৫ ১৬:৩৮:৪৭
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন
জুয়েল রানা মধুপুর প্রতিনিধি কৃষি যান্ত্রিকীকরন জোরদার ও আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধায়নে নতুন ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রযুক্তি গ্রাম কিসামত এবং ফুলবাড়ী গ্রামের ১৭ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন করা হয়েছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এবং বৈজ্ঞানিক সহকারী মো: আনিসুর রহমান। এ ই সময় কার্যালয়ের প্রধান ড. মসউদ ইকবাল প্রযুক্তি গ্রামের কৃষকদের কৃষি যন্ত্রপাতির সুফল সম্পর্কে অবহিত করেন এবং বলেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তীতে কার্যালয়ের বৈজ্ঞানিক ও কারিগরী কর্মকর্তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পরীক্ষণ স্থাপনের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ