চলে গেলেন না ফেরার দেশে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম।
আপডেট সময় :
২০২৬-০১-১৫ ০২:১৬:১২
চলে গেলেন না ফেরার দেশে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম।
স্টাফ রিপোর্টার :
আবু বকর সিদ্দিক
মানিকগঞ্জ সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম তার নিজ বাসভবনে আজ ভোর রাতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)
১৪ই জানুয়ারি ২০২৬ ইং বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে পরলোক গমন করেন। পরিবার সূত্রে জানা গেছে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের জানাজা বিকাল তিনটায় বাসুদেবপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন, ইন্সপেক্টর অফ পুলিশ (অপারেশন)
মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রহমত আলীসহ উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মরহুমের জ্যেষ্ঠ পুত্র মোঃ আরিফুর রহমান শাহিন ও মরহুমে পরিবারের অন্যান্য সদস্যরা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিমের মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স