ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ , ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আতাউর মানুষ পরিবর্তন চায় সংস্কার চায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০১-১৪ ২১:১৫:৩৪
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আতাউর মানুষ পরিবর্তন চায় সংস্কার চায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আতাউর মানুষ পরিবর্তন চায় সংস্কার চায়

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়ীয়া: ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার বলেছেন, মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়, উন্নয়ন চায়, সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ চায়। জামায়াতে ইসলামী মানুষের প্রত্যাশার সমাজ কায়েমে প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি আজ ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত কসবা উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আজ ১৪ জানুয়ারি, দুপুর ১টায় স্থানীয় পৌরসভা কার্যালয়ে কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, সাবেক উপজেলা সেক্রেটারি আল আমিন সরকার প্রমুখ।


আতাউর রহমান সরকার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের কাছ থেকে আমরা ইনসাফ আশা করি। যেটা সত্য, সেটাই যেন প্রচার করেন। কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না। ব্যক্তিগতভাবে কারো দল পছন্দ থাকতেই পারে, সেটা দোষের নয়। কিন্তু যখন আপনারা কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি।


এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান।সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ