আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই সংসদ সদস্য প্রার্থীর প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে। যশোর সদর–৩ আসন এবং যশোর–৬ কেশবপুর আসনে দলটির মনোনীত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যশোর সদর–৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেনের প্রার্থীতা ফিরে পেয়েছে। একই সঙ্গে যশোর–৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী সহিদুল ইসলামের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রার্থীতা ফিরে পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা ও সংশ্লিষ্ট আসনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় থাকলে সাধারণ ভোটারদের সমর্থনে হাতপাখা প্রতীক বিজয় অর্জন করবে।