আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকার মোঃ আজিজার রহমান (৪২)।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি আজিজার এর নিজ বসতবাড়ি হতে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছকুড়িগ্রাম ডিবি পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।