ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মনোনীত হলেন ফেনীর প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম
আপডেট সময় :
২০২৬-০১-১৩ ২২:৫৭:১৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য মনোনীত হলেন ফেনীর প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম
জাহিদ হাসান চৌধুরী: ফেনী জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মনোনীত হয়েছেন ফেনী জেলার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে মনোনীত করেন।
প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা। আজ এক বিবৃতিতে জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জেলা সভাপতি বলেন, "মাওলানা নুরুল করিম তার সততা ও কর্মদক্ষতার মাধ্যমে ইসলামী আন্দোলনের একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবে তার অন্তর্ভুক্তি দলের সাংগঠনিক শক্তিকে আরও বৃদ্ধি করবে।"
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স