ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ , ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎হোসেনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ১৩:৩১:২২
‎হোসেনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল ‎হোসেনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত  কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।

‎উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন এবং সিদলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পায়েল আহমেদ।

‎উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদের সঞ্চালনায় মাহফিলে  আরো উপস্থিত ছিলেন:শওকত হোসেন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।

‎আশরাফুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা তাঁতীদল।

‎দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।

‎জহিরুল ইসলাম জমসেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।

‎রাজিব মিয়া, আহ্বায়ক, পৌর ছাত্রদল।

‎এছাড়াও  গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কাইয়ুম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পুমদী ইউনিয়ন সভাপতি দুলাল মিয়া, জিনারী ইউনিয়ন সভাপতি সাইদুর ইসলাম এবং সিদলা ইউনিয়ন সভাপতি সোহেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রাসেল পাঠান এবং  বিএনপি ও তার বিভিন্ন   অঙ্গ-সংগঠনসহ শ্রমিকদলের  বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ