স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও জামায়াতের ছয় কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আওয়ামী লীগের দুই হিন্দু কর্মী ও জামায়াতের চার কর্মী বিএনপিতে যোগদান করেন। প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন— শ্যামল কর্মকার, রতন সরকার, হাফিজ উদ্দিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন ও ফরিদ মিয়া। তারা জানান, কোনো চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।