ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ‍‍্যংছড়ির দুই অবৈধ ইট ভাটাই প্রশাসনের অভিযান জরিমানসহ বিপুল জ্বালানি কাঠ জব্দ


আপডেট সময় : ২০২৫-১২-৩০ ০০:৫৩:২৫
নাইক্ষ‍‍্যংছড়ির দুই অবৈধ ইট ভাটাই প্রশাসনের অভিযান জরিমানসহ বিপুল জ্বালানি কাঠ জব্দ নাইক্ষ‍‍্যংছড়ির দুই অবৈধ ইট ভাটাই প্রশাসনের অভিযান জরিমান সহ বিপুল জ্বালানি কাঠ জব্দ
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
 
(২৯ ডিসেম্বর  সোমবার ) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস্ ও শাহরিয়ার মোঃ বাবুর  এসএমবি ব্রিকস্ নামক অবৈধ ইটভাটা ২ টিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম,সহকারী পরিচালক,পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।


মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী  বিবিএম ব্রিকসকে ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা ও ২,০০০ (দুই হাজার) ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়, এসএমবি ব্রিকসকে ২,০০,০০০/ (দুই লক্ষ)  টাকাসহ মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশি মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় । উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,  ঘুনধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল  পুলিশ  ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী প্রতিবেদক কে বলেন, এটি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিনয় আগামীতে  আরু বড়  পরিসরে অভিনয় চলবে।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ