১৪ ৩ম জাতীয় কিক বক্সিংয়ে নজরকাড়া সাফল্য অর্জন করে টুর্নামেন্ট সেরা হলেন তাবাসসুম তারিন
আপডেট সময় :
২০২৫-১২-২৯ ১৯:৩০:০৪
১৪ ৩ম জাতীয় কিক বক্সিংয়ে নজরকাড়া সাফল্য অর্জন করে টুর্নামেন্ট সেরা হলেন তাবাসসুম তারিন
ফাহাদ আহমেদ
রাজধানীতে অনুষ্ঠিত ১৪তম জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ–২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজরকাড়া সাফল্য অর্জন করেছেন তাবাসসুম তারিন। অসাধারণ নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মাননাও অর্জন করেন।
রাজধানীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী বক্সিং ভেন্যুতে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য প্রতিভাবান কিক বক্সার অংশ নেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে অংশগ্রহণ করে তাবাসসুম তারিন
K-1 ওপেন ক্যাটাগরিতে স্বর্ণপদক,
ফুল কন্টাক্ট -৫৭ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক
অর্জন করেন। পাশাপাশি তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ ঘোষণা করা হয়।
পুরো টুর্নামেন্টজুড়ে সাহসিকতা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তাবাসসুম তারিন, যা দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসতিয়াক আবেদিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাবাসসুম তারিন বলেন,
“এই অর্জন আমার ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরাই আমার লক্ষ্য।”
তার এই সাফল্যে কিক বক্সিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স