রাজধানীর শেরে বাংলা নগরে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৫৯৩৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আপডেট সময় :
২০২৫-১২-২২ ১৩:০৬:৫০
রাজধানীর শেরে বাংলা নগরে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৫৯৩৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২১/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.১৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২১/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.১৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার শেরে বাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে অনুমানিক ১৭,৮১,৪০০/ (সতেরো লক্ষ একাশি হাজার চারশত) টাকা মূল্যমানের ৫,৯৩৮ (পাঁচ হাজার নয়শত আটত্রিশ) পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: সাইদ (৪৬), পিতা- মৃত নিজাম উদ্দিন @ নৈমুদ্দিন, সাং- খোকসাবাড়ী, থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, শেরে বাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার কৃত মো: সাইদ (৪৬) এর বিরুদ্ধে পূর্বে ডিএমপি, ঢাকা শাহআলী থানায় এবং সিএমপি, চট্রগ্রামের ডবলমুরিং মডেল থানায় দুইটি মাদক মামলা রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স