দৈনিক সাঙ্গু’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক ফোরাম অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-২১ ২২:০৫:১৫
দৈনিক সাঙ্গু’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক ফোরাম অনুষ্ঠিত
মোঃআইয়ুব চৌধুরী,
রাজস্থলী(রাঙ্গামাটি)
বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় দৈনিক সাঙ্গু কাপ্তাই পাঠক ফোরামের উদ্যোগে
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী। এসময় তিনি বলেন,সত্য, ন্যায় ও জনস্বার্থে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই দৈনিক সাঙ্গু’র অঙ্গীকার। পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়েই আমরা ২৫ বছরের পথচলা অতিক্রম করেছি।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,
রাঙামাটি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, কাপ্তাই সময় টিভি'র প্রতিনিধি মাহাফুজ আলম, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, আমার দেশ প্রতিনিধি রাজস্থলী -হাবিবুল্লাহ মিজবাহ, দৈনিক সাঙ্গু কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন, ৭১ টিভি কাপ্তাই প্রতিনিধি রিপন মারমাসহ, বিভিন্ন রাজনৈতিক, ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা আরো বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। দৈনিক সাঙ্গু দীর্ঘদিন ধরে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রেখে চলেছে।
পাঠক ফোরামে বক্তারা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশ, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, ডিজিটাল সাংবাদিকতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে পাঠক ও সংবাদকর্মীদের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার পাঠক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। দৈনিক সাঙ্গু’র ২৫ বছরের গৌরবময় পথচলা স্মরণ করে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স