জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের ২ সেনা সদস্যের দাফন সম্পন্ন
আপডেট সময় :
২০২৫-১২-২১ ২১:৩১:৩৭
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত কুড়িগ্রামের ২ সেনা সদস্যের দাফন সম্পন্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে রোববার সকালে ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের এই দুই সেনা সদস্যসহ নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে মরদেহ কুড়িগ্রামে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ পৌঁছে দেওয়া হয় তাদের নিজ নিজ বাড়িতে।
মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী চোখের পানি ধরে রাখতে পারেননি।
নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই মন্ডলপাড়া গ্রামে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। অপরদিকে নিহত মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। তিনি ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন।
শান্ত মন্ডলের পরিবারে রয়েছেন তার সন্তানসম্ভবা স্ত্রী ও মা। মাত্র দেড় মাস আগে তিনি শান্তিরক্ষা মিশনে যোগ দেন। এক বছর আগে তার বিয়ে হয় এবং তার স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অন্যদিকে মমিনুল ইসলামের পরিবারে রয়েছেন তার স্ত্রী, দুই কন্যা সন্তান ও মা।
নিহত শান্ত মন্ডলের প্রতিবেশী আহম্মেদ আলী বলেন, শান্ত আমার ভাতিজা। শান্তিরক্ষা মিশনে গিয়ে সে শহীদ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে তার চলে যাওয়া আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্টের। তার স্ত্রী সন্তানসম্ভবা। এই দুঃসময়ে সরকার যদি পরিবারটির পাশে দাঁড়ায়, তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
শান্তির বার্তা নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই দুই সেনা সদস্যের মৃত্যুতে পুরো কুড়িগ্রাম জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় সর্বত্রই শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স