দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ত্যাগ করে জামায়াতে যোগদান বিএনপির নেতা
আপডেট সময় :
২০২৫-১২-২১ ২১:১৯:৫৭
দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ত্যাগ করে জামায়াতে যোগদান বিএনপির নেতা
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন রেদওয়ানুল হক প্রধান নামে এক বিএনপি নেতা।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জামায়াতে যোগদানকারী রেদওয়ানুল হক প্রধান সর্বশেষ দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জামায়াতে যোগদানের বিষয়ে রেদওয়ানুল হক প্রধান বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং শালডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল। তাদের আদর্শ আমার ভালো লেগেছে, তাই স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”
এ বিষয়ে শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, “রেদওয়ানুল হক বিএনপির রাজনীতি করতেন এবং একসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে দুই বছর আগে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি বিএনপির একজন সাধারণ কর্মী ছিলেন।”
এদিকে জামায়াতের সদস্য ফরম পূরণের পর আনুষ্ঠানিকভাবে রেদওয়ানুল হক প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেন শালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ও সেক্রেটারি আনারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রাব্বি হোসেন, শালডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স