ঢাকা , সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: রাসেল (৩৮)’কে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৫-১২-২১ ১৯:৫০:৩২
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: রাসেল (৩৮)’কে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো: রাসেল (৩৮)’কে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাসেল (৩৮)’কে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১/১২/২০২৫ তারিখে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২৩(৯)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাসেল (৩৮), পিতা- মো: আনোয়ার হোসেন, সাং- মাসুরগাঁ, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে দুপুর অনুমান ১২.২০ ঘটিকার সময় মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ