কালকিনিতে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
আপডেট সময় :
২০২৫-১২-২১ ১৯:৪০:২০
কালকিনিতে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক: :
মাদারীপুরের কালকিনিতে মোঃ মামুন বেপারী -(৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আহত ওই যুবকের বাড়ির সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও আহতের পরিবারের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় কয়েক শত সাধারণ জনগণ ও ভূক্তভোগী পরিবারের লোকজন অংশ গ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাজাহান বেপারী, মামলার বাদী মইফুল বিবি, ভূক্তভোগী আবুল হোসেন, মুক্তা, আসমা, লাকি ও কহিনুর প্রমুখ।
মামলার বাদী মইফুল বিবিসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, পালরদী নদীর বড় ব্রিজের ওপরে বসে মামুন বেপারীর ওপর হামলা চালায় হালানসহ ১০ -১২ জন। তাই তাদের নামে মামলা করা হয়েছে। আমরা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী জানাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানান, মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স