আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
আপডেট সময় :
২০২৫-১২-২১ ১৯:১৮:১১
আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
এই মুহূর্তে আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষকেরা। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে রোপণ করা আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকেরা। শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আলুর ক্ষেতে সবুজের সমারোহ লক্ষ্য করা গেছে।
আলুর চারা মোটামুটি বড় হওয়ায় জমিতে আগাছা পরিষ্কার করছেন কৃষকরা। উপজেলার ভ্রাম্যণবাড়িয়া গ্রামের আব্দুল আলিম নামের এক কৃষক জানান, একটু ভালো ফলনের আশায় আলু রোপণ করা জমিতে পরিচর্যা করছেন তিনি।
গজিয়ে ওঠা চারা গাছ দেখে আলুর বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। তাছাড়া ইতিমধ্যেই আগাম জাতের আলু বাজারে উঠতেও শুরু করেছে। শীতের শুরুতেই চারা গজিয়ে ওঠায় এই মুহূর্তে আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স