ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের আলোর মিছিল পুষ্পার্ঘ্য অর্পণ


আপডেট সময় : ২০২৫-১২-১৫ ১১:১৭:১৪
শহীদ বুদ্ধিজীবী দিবসে  গৌরীপুরে যুবদলের আলোর মিছিল পুষ্পার্ঘ্য অর্পণ শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের আলোর মিছিল পুষ্পার্ঘ্য অর্পণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে  আলোর মিছিল ও শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আলোর মিছিল নিয়ে উপেজেলার গৌরীপুর ইউনিয়নের শালীহর বধ্যভূমিতে আসেন। পরে শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 


গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য শাহীনুল ইসলাম হৃদয় বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা একটি শোষণ মুক্ত গণতন্ত্রকামী রাষ্ট্রের প্রত্যাশা করেছিল। কিন্ত মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্ব মুহূর্তে পাকবাহিনী দেশকে মেধাশূন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতেই আজকে আলোর মিছিল ও পুষ্পার্ঘ্য অর্র্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। উনারা যে  শোষণমুক্ত গণতন্ত্রকামী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করার মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমাদের নিজ নিজ জায়গায় থেকে কাজ করতে হবে’।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি’।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, শিপন মিয়া, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, যুবদল নেতা মো. আল-আমিন, রুবেল আহমেদ, সোহাগ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রাসেল, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, উপজেলা ছাত্রদল নেতা মোকসেদুল মোমেন, মোস্তাকিম হাসান বাবু, ৬ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রাকিব ভূঁইয়া, গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আলাদীন মোল্লা, পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, নাহিদ ভূঁইয়া প্রমুখ।
ওবায়দুর রহমান


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ