ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় কলা গাছ থেকে ফাইবার উৎপাদন


আপডেট সময় : ২০২৫-১১-২১ ১৫:৫২:৩২
বাঘায়  কলা গাছ থেকে ফাইবার উৎপাদন বাঘায় কলা গাছ থেকে ফাইবার উৎপাদন
মো: গোলাম কিবরিয়া 
রাজশাহী জেলা প্রতিনিধি




রাজশাহীর বাঘা উপজেলায় প্রথম বারের মতো শুরু হয়েছে কলা গাছ থেকে ফাইবার উৎপাদন ।

রাজশাহীর বাঘা উপজেলায় শখের বসে এই  কার্যক্রম শুরু করেছেন স্থানীয় চার তরুণ উদ্যোক্তা- শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না) - যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন তারা।

প্রথমে তারা মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নেয়, পরে আধুনিক মেশিনের মাধ্যমে আঁশ বের করেন। শেষে পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে তৈরি করেন দামি ফাইবার ।

উদ্যোক্তারা জানান, কলার গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে এই ফাইবার তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে টুপি,ব্যাগ, দড়ি, জুতা ও পোশাক শিল্পে ব্যবহার করা যাবে, এবং কলা গাছ দিয়ে ফাইবার বা আশ বের করার পর মেশিন থেকে কলা গাছের বর্জ্য গুলো বিশেষ জৈব সার হিসেবেও ব্যবহার করা হচ্ছে ।

তারা আরও বলেন, এ উদ্যোগ সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি হবে। স্থানীয়ভাবে কলা চাষ বেশি হওয়ায় কাঁচামালের কোনো সংকট নেই বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই ফাইবা
র বিদেশে রপ্তানির করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ