তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজস্থলীতে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আপডেট সময় :
২০২৫-১১-২১ ১০:০৮:৪৭
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজস্থলীতে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি)প্রমতিনিধিঃ
তারুণ্যের উৎসব ২০২৫–কে ঘিরে প্রান্তিক যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল এবং সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল করিম, উকজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, উপজেলা তাঁতিদলের সভাপতি মোঃ ছাদেক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, এছাড়াও রাজস্থলী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে দারুণ লড়াইয়ের পর ঘিলাছড়ি ফুটবল একাদশ ২–১ গোলে পরাজিত করে বাঙ্গালহালিয়া ফুটবল একাদশকে। ম্যাচ শেষে উৎসবমুখর পরিবেশে উপস্থিত নারীদের জন্য বিশেষ বালিশ খেলার আয়োজন করা হয়। জনপ্রিয় এই খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারার এগিয়ে নিতে এমন আয়োজনকে এলাকাবাসী প্রশংসা করেন এবং নিয়মিত এমন প্রতিযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স