ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‎নবীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু ‎


আপডেট সময় : ২০২৫-১১-২১ ০৯:৫৮:২২
‎নবীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু  ‎ ‎নবীগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু ‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি ॥



‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিন্দ্র সরকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



‎নিহত পরিন্দ্র সরকার ওই গ্রামের মৃত উপিন্দ্র সরকারের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।



‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিন্দ্র সরকার নিজ বাড়ির আঙিনায় একটি সুপারি গাছে ওঠেন। গাছের ডগায় উঠলে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।



‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার চাইলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ