মাদারীপুরে প্রবাসী সাইফুল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
আপডেট সময় :
২০২৫-১১-২১ ০৯:৪৩:৪৬
মাদারীপুরে প্রবাসী সাইফুল হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনি উপজেলায় সৌদি প্রবাসী মো. সাইফুল ইসলাম মুন্সী (২০) হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশগাড়ী–লক্ষীপুর সড়কের শ্নানঘাটা এলাকায় নিহতের বাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় এলাকাবাসী ও নিহত পরিবারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। তারা দ্রুত বিচার আইনে মামলার নিষ্পত্তি এবং গ্রেফতারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।
নিহত সাইফুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা থানার ধানকাঠি এলাকার পূর্বকান্দি গ্রামের বাসিন্দা সামসুল হক মুন্সীর ছেলে। নিখোঁজের তিন দিন পর গত শুক্রবার সকালে কালকিনির লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারসংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা মাছুদা বেগম বাদী হয়ে জাহিদ কাজীকে প্রধান আসামি করে করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাবের সহায়তায় কালকিনি থানা পুলিশ ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে মামলার এজাহারভুক্ত আসামি জাহিদ কাজী এবং বোরহান নামে আরও একজনকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ওসি কে.এম. সোহেল রানা জানান, সাইফুল হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি জাহিদ কাজীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স