ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় প্রথম স্থান অর্জন


আপডেট সময় : ২০২৫-১১-২১ ০৯:০২:১২
ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় প্রথম স্থান অর্জন ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় প্রথম স্থান অর্জন
মোঃ অপু খান চৌধুরী
কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে সার্বিক মূল্যায়নে এবার শীর্ষস্থান অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা। ২০২৫ সালের অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলা পুলিশের নিয়মিত মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। এসময় ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ সাজেদুল ইসলামকে পুরস্কার ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। 
থানা সূত্রে জানা গেছে, জেলার ১৮টি থানার মাসিক কার্যক্রম—অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করেই এই ফলাফল নির্ধারণ করা হয়।


মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম, এসআই মেহেদী হাসান জুয়েল এবং কনস্টেবল রুবেল কুমিল্লা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ সাফল্যের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে নিজেদের সক্ষমতা আরও সুদৃঢ় করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
v

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ