দেবীগঞ্জে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আপডেট সময় :
২০২৫-১১-২১ ০১:১৪:১৩
দেবীগঞ্জে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারিভাবে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টায় দেবীগঞ্জ এলএসডি প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উদ্বোধনের পর কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রয় প্রক্রিয়া শুরু করে উপজেলা খাদ্য বিভাগ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানায়, চলতি মৌসুমে দেবীগঞ্জ উপজেলায় ১ হাজার ৪৭৫ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সেদ্ধ চালের সরকারি ক্রয়মূল্য ৫০ টাকা এবং ধানের মূল্য ৩৪ টাকা ধরা হয়েছে। গত বছরের তুলনায় এবার ধান-চালের ক্রয়মূল্য বৃদ্ধি পেয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, দেবীগঞ্জ এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
বার্তা প্রেরক:
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স