ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১১-২১ ০০:০০:৪৬
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বঞ্চিত চাকরিপ্রার্থী, শিক্ষিত তরুণ-তরুণী, সাধারণ মানুষসহ গণধিকার পরিষদের নেতা-কর্মীরা। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী আব্দুল খালেক,কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহমেদ, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ জিলহজ খান, কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু, যুব অধিকার পরিষদ কুষ্টিয়ার সদর উপজেলার সদস্য সচিব মোঃ আশিক বিল্লাহ, পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার দপ্তর সম্পাদক সাকিব হুসাইন ও সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুফান প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ছিল দুর্নীতি ও অনিয়মে ছিন্নভিন্ন। প্রভাবশালী মহল নাকি আগেই ঠিক করে রেখেছিল কারা নিয়োগ পাবে, কারা বাদ যাবে। মেধা, যোগ্যতা, দক্ষতা—এসব এখানে কেবলই উপহাস। গণধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, কুষ্টিয়াতে দুর্নীতিবাজের জায়গা হবে না, সে যত বড় শক্তিশালীই হোক না কেন। যিনি ডিসি ছিলেন, তিনি যদি আরও কয়েকদিন থাকতেন, এই কুষ্টিয়াই তিনি বেচে দিতেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ