ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিরব বিপ্লব সংগঠিত হবে - ড. হেলাল উদ্দিন


আপডেট সময় : ২০২৫-১১-২০ ১৮:২০:৫৯
ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিরব বিপ্লব সংগঠিত হবে - ড. হেলাল উদ্দিন ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিরব বিপ্লব সংগঠিত হবে - ড. হেলাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উম্মুখ হয়ে আছে। ভোট কেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিরব বিপ্লব সংগঠিত হবে। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা লোভীরা ভোটেকেন্দ্র দখলের চেষ্টা করবে।

অস্ত্রের মহড়া দিবে, কালো টাকার ছড়াছড়ি করবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে হবে। আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে তবে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাক-৮ সংসদীয় এলাকায় পল্টন-শান্তিনগরে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


ড. হেলাল উদ্দিন বলেন, প্রশাসনে দলীয়করণ এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি দলের শীর্ষ থেকে তৃণমূলের নেতারা এখনই মানুষকে হুমকি-ধামকি দিতে শুরু করেছে তাদের দলীয় প্রতীক ব্যতীত অন্য কোনো মার্কা ভোট দিলে নিরাপদে বাড়িতে যেতে দেবে না। এমনকি তারা স্পষ্ট করেও বলতেছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কেউ নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারবে না। এমন পরিস্থিতি ও পরিবেশে অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দলীয় প্রভাবমুক্ত জবাবদিহি মূলক প্রশাসন গড়ে তুলতে হবে। অবৈধ সকল অস্ত্র উদ্ধার করতে হবে।


তিনি বলেন, গণমানুষের ৫ দফা দাবি বাস্তবায়িত হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনে কেউ কোনো কারচুপি করলে তার প্রভাব গণভোটের ওপরেও পড়বে। ফলে গণভোট এবং জাতীয় নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবে। যারা নিজ দলের একটা আহ্বায়ক কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে গঠন করতে পারে না, দলীয় নমিনেশন দিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পারে না, তারা জাতীয় নির্বাচনে কারচুপি করবে না, ভোট চুরি চেষ্টা করবে না এটা জাতি বিশ্বাস করে না। সরকার যদি এমন বিশ্বাস করে তবে সরকার ভুল করবে। 


উপস্থিত ঢাকা-৮ আসনের জনসাধারণের উদ্দেশ্যে ড. হেলাল উদ্দিন বলেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এজন্য কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ীসহ সকল পেশাজীবিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজ ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। ব্যবসায়ী সমাজ সন্ত্রাসী আর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। পুরাতন দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের পরিবর্তে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, আল্লাহভীরু নৈতিক ও আদর্শিক নেতৃত্ব। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। 


মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম, পল্টন থানা সহকারী সেক্রেটারী এনামুল হক, পল্টন থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আল- আমীন রাসেল, থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আ.ফ.ম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন, মোশাররফ হোসাইন প্রমুখ। সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে পল্টন পলোয়ান মার্কেট থেকে শুরু করে শান্তিনগর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক গণসংযোগ অভিযান পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ