আহত ছাত্রী ঝর্ণার পাশে মজনু'র মানবিক হাত
আপডেট সময় :
২০২৫-১১-২০ ০৯:৪৩:২৯
আহত ছাত্রী ঝর্ণার পাশে মজনু'র মানবিক হাত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রামের মেধাবী ছাত্রী ঝর্ণা আক্তারের স্বপ্ন থেমে গিয়েছিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এ ছাত্রী মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শুরু হয় তার দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রতিদিন বাড়তে থাকা চিকিৎসা ব্যয় পরিবারটিকে ফেলে দেয় চরম আর্থিক বিপর্যয়ে। মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খেতে থাকেন অভিভাবকরা।
এই কঠিন সময়েই মানবিক হাত বাড়িয়ে দেন মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু। অসহায় এ শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব ভাগ করে নিতে তিনি এগিয়ে আসেন নিজের উদ্যোগে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঝর্ণা আক্তারের হাতে ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আব্দুল কাইউম মজনু বলেন“ঝর্ণার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই চেষ্টাই করছি আমরা। মানবিক কাজ করা সামাজিক দায়িত্বের অংশ, আর বিপদে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে।”তিনি আশ্বস্ত করেন, প্রয়োজনে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখবেন।
অসহায় অবস্থায় এমন সহযোগিতা পাওয়ায় ঝর্ণা আক্তার ও তার পরিবার উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের চোখে—এ সহায়তা শুধু অর্থ নয়, ছিল বাঁচার নতুন প্রেরণা।
##
মোঃ শহীদুল ইসলাম
ধর্মপাশা,সুনামগঞ্জ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স