ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়-২: এনসিপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মাসুদ পারভেজ


আপডেট সময় : ২০২৫-১১-১৯ ২১:৫০:০৮
পঞ্চগড়-২: এনসিপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মাসুদ পারভেজ পঞ্চগড়-২: এনসিপি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মাসুদ পারভেজ
মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেবীগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী ও সাংবাদিক মাসুদ পারভেজ। বুধবার, ১৯ নভেম্বর, দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম গ্রহণের ছবি তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করলে বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসে। মাসুদ পারভেজ জানিয়েছেন, তিনি ১৬ নভেম্বর বিকেলে ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম ক্রয় করেছিলেন এবং পরে দলের স্থানীয় কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে ফরম গ্রহণ করেন। ফরম সংগ্রহের সময় ওপর থেকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে তাকে ফরম তুলে দেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। ফরম সংগ্রহের পর তিনি বলেন, “দেবীগঞ্জ ও বোদা উপজেলার মানুষের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিন ধরে অনশ্চিত থাকা সমস্যাগুলোর স্থায়ী সমাধান করার প্রতিশ্রুতি নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দলীয় মনোনয়ন পেলে পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো।” মাসুদ পারভেজ দীর্ঘদিন যাবত স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় তরুণ ও মধ্যবয়সী ভোটারদের মধ্যে তার একটি পরিচিতি রয়েছে। ২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে দেবীগঞ্জ পৌরসভার মেয়র পদেও তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন। এনসিপির দেবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য আল আমিন খন্দকার বলেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে দেবীগঞ্জ উপজেলা থেকে কেউ এমপি নির্বাচিত হননি; মনোনয়ন পেলে এটি দেবীগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে।” স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার অগ্রগতির জন্য কার্যকর নেতৃত্ব প্রয়োজন, এবং মনোনয়ন পেলে মাসুদ পারভেজ তাদের সমস্যাগুলো তুলে ধরে সমাধানের উপায় করতে পারবেন। উল্লেখ্য, মাসুদ পারভেজের পাশাপাশি বোদা উপজেলার এনসিপি প্রধান সমন্বয়কারী শিশির আসাদও পঞ্চগড়-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মাসুদ পারভেজ পূর্বে দেবীগঞ্জ পৌরসভার ভোটার তালিকা সংশোধন, চক্ষু শিবির আয়োজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসাবে বিভিন্ন সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন। বার্তা প্রেরক: মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ