ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার ১৫ গ্রামের মানুষের মুখে হাসি


আপডেট সময় : ২০২৫-১১-১৯ ১২:৩৩:০০
স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার ১৫ গ্রামের মানুষের মুখে হাসি স্বেচ্ছাশ্রমে বিএনপির সড়ক সংস্কার ১৫ গ্রামের মানুষের মুখে হাসি
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালী পূর্ব গোমদন্ডী ৬নং ওর্য়াড় বহদ্দারপাড়া প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে,বহদ্দারপাড়া,বড়ুয়াপাড়া,ইউসুফ তালুকদার পাড়া,সাংবাদিক সিরাজুল ইসলাম বাড়ি,সাংবাদিক এস এম মজ্ঞুর মাষ্টার বাড়ি,খায়ের মজ্ঞিল,ঈসা মজ্ঞিল, বিএনপি নেতা বশির আহমদের বাড়ি, ৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার  বিকেলে পূর্ব গোমদন্ডী  বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম,  দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,  জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি  নুরুল করিম নুরু , পৌরসভা বিএনপি ৬নং ওযার্ড বিএনপি সাবেক সভাপতি  হাজী আবু আকতার, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোসলেম মিয়া, প্যানেলে চেয়ারম্যান মো হাসান, বিএনপি নেতা লোকমান, পৌরসভা যুবদলের আহবায়ক  লোকমান, যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক জিকু, যুবদল নেতা খায়রুল বশর , যুবদল নেতা ইউনুস, ইকবাল, জানে আলম, মো ইমন,  শ্রমিক নেতা আশরাফু  উদ্দিন দুলাল সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্রদলের সাংগঠক সম্রাট,  সাইদুল আলম  প্রমুখ ।

গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক বলেন, “বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেই খানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।” তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহবান জানান।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এরশাদ উল্লাহকে জয়ী করে বোয়ালখালীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণসংযোগকে সফল করে তোলে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ