ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে যুব সমাবেশ


আপডেট সময় : ২০২৫-১১-১৯ ১২:০৮:০৩
গৌরীপুরে যুব সমাবেশ গৌরীপুরে যুব সমাবেশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা অনেকেই প্রযুক্তিতে আসক্তি হয়ে পরেছি শুধুমাত্র ফেসবুক, টুইটারে। আমরা এখন বড় সমস্যার সম্মুখিন হচ্ছি অনলাইন প্ল্যাটফর্ম জুয়া যা মাদকে আসক্তির চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে প্রযুক্তির ভালো দিকগুলো শিখে নিজেকে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তুলবো।
উপজলো একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিবাকর ভাট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৌরীপুরে প্রধান সমন্বয়ক নূর মোহাম্মদ সিদ্দিকী রাজন, জুলাই যোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।
ওবায়দুর রহমান

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ