ভেড়ামারায় পদ্মা নদীর জেগে উঠা চরে জমি চাষ করতে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু
আপডেট সময় :
২০২৫-১১-১৮ ২২:৫৩:২৯
ভেড়ামারায় পদ্মা নদীর জেগে উঠা চরে জমি চাষ করতে যাওয়ার পথে নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় ছোট মাছ ধরা ডুঙ্গা নৌকায় কৃষি কাজের উদ্দেশ্যে পদ্মা নদী পারাপারের সময় আকস্মিক দূর্ঘটনায় নৌকা ডুবিতে নিহত হয়েছেন দুই জন কৃষক। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ জনকে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাহাদুরপুরের কাছে পদ্মা নদীতে এ নৌকা ডুবির এ ঘটনাটি ঘটেছে ।
নিহতরা হলেন-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আঃ গফুরের পুত্র আব্দুর রশিদ (৫৮) ও মৃত শরাফত হোসেনের পুত্র মামুন (২৮)।
এ ঘটনায় বেঁচে শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য রওনা দিয়েছিলাম। পদ্মা নদীর জেগে উঠা চরেই জমি। যাতায়াতের জন্য ছোট ডুঙ্গা নৌকা ব্যবহার করা হতো। ৪ জন পার হচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ডুঙ্গা নৌকা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই নৌকাটি ডুবে যায।
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম। ওদের পরেই আমরা যাবো কিন্তু ওরা কিছুদূর যেতেই ছোট ডিঙ্গি নৌকাটা হঠাৎ ডুবে যায। এ সময় তাদের উদ্ধারে আমরা কয়েকজন দ্রুত ঝাঁপ দিই। এর মধ্যে উদ্ধার করতে পারলেও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মামুন ও রশিদ চাচা।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম রনি বলেন, দূর্ঘটনা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত হয়। এমন মৃত্যু খুবই মর্মান্তিক। নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন,তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হয়েছেন তারা সাঁতার জানতেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স