বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত
আপডেট সময় :
২০২৫-১১-১৮ ১৪:২৭:৩৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে নবীনদের স্বাগত জানানো হয় গোলাপ ফুল ও উপহার সামগ্রী দিয়ে।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় জীবন, নেতৃত্বগুণ, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ নিয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া নবীনদের জন্য ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সুযোগ–সুবিধা তুলে ধরা হয়।
তবে ক্লাস চলাকালীন সময়ে উচ্চশব্দে মাইক চালানোর ব্যাপারে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন এবং পরবর্তীতে এমনটি না করার জন্য অনুরোধ করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো সেন্ট্রাল ওরিয়েন্টেশন না হওয়ায় ছাত্রশিবির আয়োজিত এই ওরিয়েন্টেশনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথম ওরিয়েন্টেশন। এতে শিক্ষার্থীদের আগ্রহপূর্ণ অংশগ্রহন দেখা গেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স