ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-১১-১৮ ১৪:১১:০৯
ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক গ্রেফতার
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩ নং চান্দলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে বড়ধুশিয়া বাজারের একটি দোকান থেকে তাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েলসহ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বড়ধুশিয়া বাজারে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ সদস্যদের তৎপরতায় ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর গতকাল রবিবার (১৭ নভেম্বর) ওমর ফারুককে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
চেয়ারম্যান ওমর ফারুককে গত ২৮ সেপ্টেম্বর দুর্নীতির দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চান্দলা ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন। ১০ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে এর মধ্যে ৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়।এ ছাড়া দুর্নীতির অভিযোগে, গত ২১ জুলাই স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স