কেন্দুয়ায় বিএনপি নেতা মরহুম তমজিদের মাগফেরাত কামনায় দোয়া
আপডেট সময় :
২০২৫-১১-১৭ ২১:৩৯:৫৭
কেন্দুয়ায় বিএনপি নেতা মরহুম তমজিদের মাগফেরাত কামনায় দোয়া
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মরহুম বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া মজনু, মাওলানা আতাউর রহমান, মরহুম তমজিদের ছোট ভাই মিজানুর রহমান,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বিল্টু,জেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ নুরানী, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি,
বলাইশিমূল ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, উপজেলা জাসাস আহবায়ক গোলাম মোস্তফা হাবুল,উপজেলা তাঁতি দলের আহ্বায় আব্দুর রহমান, গন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
উল্লেখ, গত ১৩ নভেম্বর হটাৎ করে পরলোকে গমন করেন বিএনপি নেতা বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স