“সততা ও সেবার অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ে যোগদান করছেন নতুন ডিসি”
আপডেট সময় :
২০২৫-১১-১৭ ২১:১১:৪৪
“সততা ও সেবার অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ে যোগদান করছেন নতুন ডিসি”
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে কাজী সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। অল্প সময়ের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পঞ্চগড়ে পৌঁছাচ্ছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
নিজের পোস্টে তিনি লেখেন, পঞ্চগড়ে পদায়নের পর স্থানীয় মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের যে ভালোবাসা ও অভিনন্দন তিনি পেয়েছেন, তা তাকে অভিভূত করেছে। এই অভিনন্দনের ঢল তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন প্রশিক্ষক হিসেবে সরকারি কর্মচারিদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে কাজী সায়েমুজ্জামান জানান, হয়রানিমুক্ত ও কম খরচে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। সেই নীতি এবার বৃহত্তর পরিসরে পঞ্চগড়ে বাস্তবায়ন করবেন বলেও তিনি জানান।
তিনি স্পষ্ট করে বলেন, চাকরিজীবনের শুরু থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছেন। নিজে দুর্নীতি করেন না, অন্যকেও করতে দেন না। “একটি লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে পঞ্চগড়ে যাচ্ছি, সেগুলো আর আপনাদের ভালোবাসা নিয়েই ফিরবো”—পোস্টে এমন মন্তব্যও করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়ের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন তার প্রধান চ্যালেঞ্জ বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, “ভোটরক্ষা মানে দেশরক্ষা। এই দায়িত্ব আমার কাছে পবিত্র আমানত।”
ব্যক্তিগত জীবনের সততা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জীবনে কখনো কাউকে আমানতের ক্ষতি করেননি, এক টাকাও ধার নেননি এবং কোনো ধরনের ঋণের বোঝাও নেই তার। পোস্টিং বা বদলির জন্য কখনো তদবির করেননি বলেও জানান তিনি।
পঞ্চগড়ের সকল শুভাকাঙ্ক্ষীকে অফিসে আমন্ত্রণ জানিয়ে জেলা প্রশাসক অনুরোধ করে বলেন, কেউ যেন ফুল বা গিফট নিয়ে না আসেন। গিফট গ্রহণ না করার ব্যক্তিগত নীতি তিনি কঠোরভাবে অনুসরণ করেন বলে জানান।
সবশেষে কাজী সায়েমুজ্জামান পঞ্চগড়বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং দায়িত্ব পালনে শতভাগ পেশাদারিত্বের আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স