কেন্দুয়ায় ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
আপডেট সময় :
২০২৫-১১-১৭ ১৭:২৭:৫৪
কেন্দুয়ায় ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটির কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে
উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান।
তিনি বলেন, খামারীরা নিয়মিত যোগাযোগ রাখলে চিকিৎসা সেবা আরও সহজ হবে এবং প্রয়োজনে অনলাইনেও পরামর্শ দেওয়া হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেনগন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহীদুল ইসলাম আকন্দ কল্যান, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, বাংলাদেশ ভেটেরিনারি পল্লী চিকিৎসক সোসাইটির কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রিটন প্রমূখ।
এসময় সংগঠনের গন্ডা ইউনিয়ন শাখা কমিটির ঘোষণা করা হয়। এতে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম কল্যাণকে প্রধান উপদেষ্টা ৭সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি পদে রয়েছেন মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম। পরে শতাধিক গবাদিপশুকে ফ্রি ভ্যাকসিন প্রধান করা হয়।V
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স