বানারীপাড়ায় শেরেবাংলা ডিগ্রি কলেজে নবীণবরণ অনুষ্ঠানে
আপডেট সময় :
২০২৫-১১-১৭ ০০:৩৭:৫৯
বানারীপাড়ায় শেরেবাংলা ডিগ্রি কলেজে নবীণবরণ অনুষ্ঠানে
রাহাদ সুমন
বরিশাল:
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রি কলেজে একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) হেমন্তের স্নিগ্ধ সকালে কলেজ মাঠে গর্ভনিংবডির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীরখ্যাত এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় তিনি বলেন,শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
আজকের নবীণরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা,
জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক,পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাদি,শিক্ষার্থী রাবেয়াতুন্নেছা মিম,নুরজাহান নুজুলা,নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ১৬-১১-২০২৫ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স