শ্রীপুরে আশুক বৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন
আপডেট সময় :
২০২৫-১১-১৬ ২০:১৯:২৯
শ্রীপুরে আশুক বৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন
আলহামদুলিল্লাহ, অ্যাসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন (আশুক) আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এব..
শ্রীপুরে আশুক বৃত্তি পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন
আলহামদুলিল্লাহ, অ্যাসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন (আশুক) আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের পরীক্ষা শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
শেষ সময়ে সিলেবাস নির্ধারণ করে পরীক্ষা নেওয়া হলেও শ্রীপুর উপজেলার বহু বিদ্যালয় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এতে অংশগ্রহণকারী স্কুলগুলোর পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা পুরো আয়োজনকে আরও সফল করেছে।
বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক মো: রাসেল আকন্দ বলেন,
“অল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও সকল স্কুলের ইতিবাচক সাড়া আমাদের উৎসাহ দিয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”
অংশগ্রহণকারী সব বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে আশুকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
মোঃ আবু সালেহ
গাজীপুর, শ্রীপুর
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স