ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ঢাকা- বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ


আপডেট সময় : ২০২৫-১১-১৬ ১৩:২১:৫৬
মাদারীপুরে ঢাকা- বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ মাদারীপুরে ঢাকা- বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তায় গাছ কেটে ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করেন।

এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যানবাহন  চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ইতোমধ্যে সড়ক উদ্ধার ও নাশকতা রোধে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।  

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে ভোর থেকেই পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যহত রেখেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ