ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমান ভূমিসেবা


আপডেট সময় : ২০২৫-১১-১৬ ১৩:১৭:২৩
কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমান ভূমিসেবা কাউখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে ভ্রাম্যমান ভূমিসেবা
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে তৃণমূলে সারা জাগিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগে ভ্রাম্যমান ভূমিসেবা কার্যক্রম। কাঙ্খিত ভূমি সেবা প্রান্তি নিশ্চিন্তে এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্খিত সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই বেঁচে গেছে। অনিয়ম ও দুর্নীতি কমে যাবে।

ভূমি মালিকদের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সেবা গৃহীতার দরজায় এসিল্যান্ড এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম চালু করেছে উপজেলা ভূমি অফিস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, আমরা ভূমি সেবার মান প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। দালালদের খপ্পরে না পড়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছি। জমির খাজনা, নামজারি সহ বিভিন্ন সেবা পেতে সরকারকে কত টাকা দিতে হয় তা আমরা সাধারণ জনগণকে বোঝাবার চেষ্টা করছি। যাতে করে অতিরিক্ত টাকা দিতে না হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ