নাইক্ষ্যংছড়ি-ঘুমধুমে মিডিয়া সেলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-১৬ ১১:০০:৪৩
নাইক্ষ্যংছড়ি-ঘুমধুমে মিডিয়া সেলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন মিডিয়া সেলের উদ্যোগে শনিবার দুপুর ২টায় এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন মিডিয়া সেলের দায়িত্বশীল আজিজুল হক রানা। সঞ্চালনা করেন রিদুয়ানুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মিডিয়া সেলের পরিচালক মাহমুদুল হক বাহাদুর। তিনি সংবাদ সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকতা বিষয়ে মিডিয়া কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম জামায়াতে ইসলামীর ইনচার্জ হামিদুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি শেখ জামাল এবং জামায়াত নেতা মাস্টার খায়রুল বশর।
অনুষ্ঠানে মিডিয়া সেলের কর্মীরা স্থানীয় উন্নয়ন, সামাজিক বিষয় ও ইউনিয়ন পর্যায়ের কর্মকাণ্ড প্রচারে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স