কাউখালী উপজেলা পোস্ট অফিসের কার্যকলাপ চলছে ভাড়ার বাসায়/জনবল সংকট চরমে
আপডেট সময় :
২০২৫-১১-১৫ ২১:৩৫:১৪
কাউখালী উপজেলা পোস্ট অফিসের কার্যকলাপ চলছে ভাড়ার বাসায়/জনবল সংকট চরমে
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পোস্ট অফিস দীর্ঘ ৭ বছর যাবত ভাড়ার বাসায় এর কার্যক্রম চলছে। নিজস্ব কোন ভবন না থাকায় দাপ্তরিক কার্যকর্মে বিঘ্ন ঘটছে। বর্তমানে মাত্র দুইটি ছোট কক্ষে এর কার্যকলাপ চলছে। ফলে অফিসের গুরুত্বপূর্ণ আসবাবপত্র সহ ফাইলপত্র যেখানে সেখানে পড়ে রয়েছে। অবহেলা ও অযত্নে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ২০১৮ সালের ১জুন কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবনটি অকেজো হয়ে পড়ার কারণে অন্যত্র ভাড়া নিয়ে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।
উপজেলা পোস্ট অফিসে ১০টি পদের মধ্যে ৬ টি পদ শূন্য রয়েছে, ফলে অফিসিয়াল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি উত্তম কুমার শিকদার কাউখালী উপজেলা পোস্টমাস্টার অন্যত্র বদলি হয় যাওয়ার পর অপারেটর পারভেজ হাওলাদার ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে উপজেলা পোস্টমাস্টার, অপারেটর ১জন, রানার ১জন, প্যাকার ১জন, পোস্টম্যান দুইজন সহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। তাছাড়া ১৮টি শাখা অফিসে রয়েছে। জনবল ও নিজস্ব ভবন না থাকার কারণে সেবা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সময় মত চিঠিপত্র সহ গুরুত্বপূর্ণ ফাইল সেবা গৃহীতার কাছে পৌঁছতে দেরি হচ্ছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পারভেজ হাওলাদার জানান, জনবল সংকট ও নিজস্ব ভবন না থাকার কারণে দাপ্তরিক কার্যকর্মে বিঘ্ন ঘটছে। বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জনবল সংকট সম্পর্কে অবগত করা হয়েছে। পিরোজপুর জেলা পোস্টমাস্টার মোঃ আব্দুল হালিম জানান, এ বিষয়ে আমরা অবগত আছি। ভবনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। নিয়োগ দেওয়া হলে জনবল সংকট সমাধান হয়ে যাবে।
বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১৫/১১/২০২৫
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স