ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২


আপডেট সময় : ২০২৫-১১-১৫ ১৬:৫০:১২
কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২ কালকিনিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার নুরুজ্জামান (৪৫) ও হেল্পার মারুফ (২৪) নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালকিনি উপজেলার কুন্ডুবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার মারুফ নিহত হন এবং সুপারভাইজার নুরুজ্জামানকে গুরুতর আহত হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্প ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনাস্থলে নিহত বাসের হেল্পার মারুফের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ