ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১১-১৫ ১২:৪৩:৩৩
কালকিনিতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার কালকিনিতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার
আশরাফুর রহমান হাকিম , নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিন দিন পরে মোঃ সাইফুল ইসলাম মুন্সী-(২৮) নামে এক সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাইফুল ইসলাম উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা গ্রামের মোহাম্মাদ আলী মুন্সীর ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুর থেকে নিহত ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের স্নানঘাটা গ্রামের মোহাম্মাদ আলী মুন্সীর সৌদি প্রবাসী ছেলে মোঃ সাইফুল ইসলাম মুন্সী গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। কিন্তু সকালে এলাকাবাসী নিহতের লাশ সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই প্রবাসী যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

আফছার ও জসিমসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সৌদি প্রবাসী সাইফুল ইসলাম মুন্সীর ব্যবহার খুবই ভালো ছিল। তার লাশ পুকুর থেকে উদ্ধারের খবরে সবাই অবাক হয়েছে। তবে আমরা শুনেছি তাকে ফোন দিয়ে বাড়ি থেকে আনা হয়েছে।   

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কে এম সোহেল রানা জানান, নিহত প্রবাসী সাইফুল ইসলাম মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ