ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক খুঁজে দিলো নিখোঁজ বৃদ্ধার পরিবার


আপডেট সময় : ২০২৫-১১-১৩ ১৪:০৩:১৭
ফেসবুক খুঁজে দিলো নিখোঁজ বৃদ্ধার পরিবার ফেসবুক খুঁজে দিলো নিখোঁজ বৃদ্ধার পরিবার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

মেয়ে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা সভ্য রানী বিশ্বাস (৭৫)। 

পরিবারের সদস্যরা তাকে হন্য হয়ে খুঁজে কোথাও পাচ্ছিলেন না। এভাবেই কেটে যায় ৪০ দিন।

অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে নিখোঁজ বৃদ্ধাকে খুঁজে পেয়েছেন তার পরিবারের সদস্যরা। 

বৃদ্ধা সভ্য রানী বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জানকী নাথ বিশ্বাসের স্ত্রী।

জানা গেছে, প্রায় দেড় মাস পূর্বে বরিশালের গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকীর চর এলাকার ব্রীজের পাশে বসে অজ্ঞাতনামা বৃদ্ধা কান্নাকাটি করছিলেন। 

তিনি নাম-পরিচয় বলতে না পারায় স্থানীয় যুবকরা তাকে টরকী বন্দর ট্রাষ্ট ওলড এজ এন্ড কেয়ার হোম নামের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন। 

সেখানে গত ৪০ দিন পরম যত্নে ছিলেন ওই বৃদ্ধা। আশ্রমের সদস্যরা দীর্ঘদিন ওই নারীর পরিচয় খুঁজে ব্যর্থ হন। 

এনিয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে আশ্রমের প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন অজ্ঞাত বৃদ্ধার ছবি ও ভিডিও দিয়ে পরিচয় পেতে ফেসবুকে একটি পোস্ট করেন। 

যা ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের নজরে আসে।

 বুধবার বিকেলে ওই বৃদ্ধার ছেলে এসে আশ্রম থেকে তার বৃদ্ধা মাকে বাড়িতে নিয়ে যায়।

বৃদ্ধার ছেলে গৌরঙ্গ বিশ্বাস জানিয়েছেন, গত ৪০ দিন পূর্বে আমার মানসিক ভারসাম্যহীন মা আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের আমার বোনের বাড়ি থেকে হারিয়ে যায়। 

তাকে একাধিক জায়গায় খুঁজেও পাচ্ছিলাম না। মঙ্গলবার রাতে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার মা টরকীর একটি আশ্রমে আছেন। 

পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুধবার (১২ নভেম্বর) তাকে বাসায় নিয়ে আসি। 

মাকে ফিরে পাওয়ায় তিনি (বৃদ্ধার ছেলে) আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আশ্রমের ম্যানেজার জাহিদ হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ওই বৃদ্ধা মাকে উদ্ধারের পর থানায় জিডি করে আশ্রমে নিয়ে আসি। 

এই ৪০ দিন তিনি আমাদের এখানে ছিলেন। তার পরিচয় খুঁজে পেতে আশ্রমের প্রতিষ্ঠাতা ফেসবুকে পোষ্ট করেন। 

ওই পোষ্টটি নিখোঁজ বৃদ্ধার স্বজনরা দেখে তাকে আশ্রম থেকে বাসায় নিয়ে যেতে আসলে যথাযথ প্রক্রিয়ার পর বৃদ্ধাকে তার ছেলে কাছে তুলে দেওয়া হয়েছে

রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ ১২-১১-২০২৫ইং



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ