গাজীপুরে নামাজ পড়তে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা
আপডেট সময় :
২০২৫-১১-১১ ১৫:২৮:০৭
গাজীপুরে নামাজ পড়তে যাওয়ার পথে জামায়াত কর্মীকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে এক জামায়াত কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা-এমন অভিযোগ উঠেছে। আজ ভোরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. জুবায়ের আহমেদ বাচ্চু। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি। তিনি দীর্ঘ দিন যাবৎ ভিটি পাড়া পূর্ব পাড়া মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন, তার নিজ বাড়ি থেকে ফজরের নামাজের আযান দেয়ার উদ্দেশ্যে পোতাবাড়ি বীর মুক্তি যোদ্ধা কফিলউদ্দিনের স্কুলের কিছু পূর্ব দিকে পৌছালে তাকে কিছু মুখোশ পড়া দুর্বৃত্ত এলোপাতাড়ি হামলা করে, কাছাকাছি লোকজন কান্নার আওয়াজ শুনে আসার পর দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং জেলা আমির ডা. মো. জাহাঙ্গীর আলম। বিবৃতিতে তারা বলেন, তিনি একজন পরিচিত আলেম ও স্থানীয়ভাবে দায়িত্বশীল ব্যক্তি। তাঁর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী হামলায় জামায়াতের কার্যক্রম ব্যাহত করা যাবে না। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। তবে অপরাধীদের শনাক্ত করণে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে অভিযান চলমান আছে বলেও পুলিশের পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি
গাজীপুর, শ্রীপুর
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স