ভালো থাকতে হলে ভেবে কথা বল,
কথার আঘাতেই ভাঙে মনজল।
মানুষ ঠকালে ফিরে আসে দুঃখ,
বিবেক জেগে রয়—সেটাই সুখ।
যে দেয় সম্মান, সেও চায় দাম,
অবহেলায় মরে না কোনো প্রণাম।
যে কাঁদে নিঃশব্দে, তারও তো ক্ষত,
তাই মানুষের মাঝে রাখো মানবত।
মিথ্যা বলে জয়, বেশিদিন নয়,
সত্যই শেষে দেয় শান্তির জয়।
দোষ ঢাকতে গেলে বাড়ে অপরাধ,
সৎ থাকাই শুধু দেয় মনকে সাধ।
সময় চলে যায়, ফেরে না আর,
তাই প্রতিটি ক্ষণে রাখো সংসার।
ভালো কাজের ফল দেরিতে ঠিক মেলে,
ভালো মানুষ তাই চুপ থেকে খেলেও জিতে।
লেখক~ মো:বরকত উল্লাহ সিয়াম।
ঢাকা, লালবাগ, আমলিগোলা..!!